রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস প্রাঙ্গনে নবীন শিক্ষার্থীদের নিয়ে আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। সোমবার বিকেলে এ উৎসবের আয়োজন করে রবি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. শাহ্ আজম। এ সময় তিনি প্রতি বিভাগের নবাগত শিক্ষার্থীদের সাথে পৃথক পৃথকভাবে কুশল বিনিময় করেন এবং শিক্ষার্থীদের খোঁজ খবর নেন।
এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই উন্মুক্ত প্রাঙ্গণ তোমাদের। এর বিশালতাকে নিজেদের মধ্যে ধারণ করতে হবে। প্রকৃতির মাঝে প্রকৃতি থেকে শিক্ষাগ্রহণের কথা বলেছেন রবীন্দ্রনাথ। এই উন্মুক্ত ক্ষেত্রে এসে নবীন শিক্ষার্থীরা পরস্পরের সাথে পরিচিত হবার সুযোগ লাভ করেছো। নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করছো। এ দৃশ্য অবলোকন করে আমরাও আনন্দ অনুভব করছি। রবির সঙ্গে তোমাদের অভিযাত্রা সুন্দর ও সার্থক হোক। রবির শিক্ষক, শিক্ষার্থীদের গান ও নৃত্য পরিবেশনার মধ্যদিয়ে শেষ হয় শিক্ষার্থীদের আনন্দ উৎসব।
এ অনুষ্ঠানে রবির সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।